পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল কাইলিয়ান এমবাপেকে। ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ফ্রান্সের বিশ্বজয়ী তারকা। ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষেও তাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
গত বুধবার সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ছিলেন না এমবাপে। গ্যাস্ট্রোএন্টেরাইটিস, পেটের একধরনের অসুখ, যার কারণে বমি এবং ডায়রিয়া হয়ে থাকে, এ সমস্যায় হোটেলে বিশ্রামে ছিলেন এমবাপে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়।
ছাড়া পেয়ে যুক্তরাষ্ট্রে দলের ট্রেনিং কমপ্লেক্স পাম বিচে ফিরে আসেন এমবাপে। তবে শনিবারের অনুশীলনে যোগ দেননি। ম্যাচ ফিটনেস না থাকায় টিম হোটেলে ছিলেন।
রোববার রাতে নর্থ ক্যারোলাইনার শার্লটে গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল। দলের সঙ্গে সেখানে যাননি এমবাপে। ফ্লোরিডার পাম বিচে টিম হোটেলে আছেন। লস ব্লাঙ্কোসদের কোচ জাবি আলোনসো ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তার আশা, গ্রুপপর্বে শেষ ম্যাচে সলজবুর্গের বিপক্ষে এমবাপেকে পাবে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
‘সে এখন আগের চেয়ে ভালো আছে। দুইদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। প্রতিদিনই একটু একটু করে সেরে উঠছে এবং আমরা আশাবাদী, গ্রুপপর্বের শেষ ম্যাচে তাকে আমরা পাব।’









