রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে জড়িয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন ফ্রান্স অধিনায়ক কাইলিয়ান এমবাপে। চুক্তির পর প্রথমবার উয়েফা সুপার কাপের ফাইনালে খেলতে নেমে গোল করেছেন, প্রথম ম্যাচেই জিতেছেন শিরোপা। পরে বলেছেন- নিজের গোল নয়, দলের জয়ই বড় কথা।
২৫ বর্ষী তারকা শিরোপা জয়ের পর বলেন, ‘আমরা এখন রিয়াল মাদ্রিদে, আমাদের কোনো সীমা নেই, আমার কোনো সীমা নেই। যদি ৫০ গোল করতে পারি, এটা ৫০। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জয় এবং দলের উন্নতি করা, কারণ আমাদের দলগতভাবেই জয়ী হতে হবে।’
‘অসাধারণ একটি রাত। এই মুহুর্তের জন্য, জার্সির জন্য, ব্যাজের জন্য এবং সমর্থকদের জন্য, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। এটা আমার জন্য অসাধারণ একটি মুহুর্ত। একটি শিরোপা জয় করা বেশ গুরুত্বপূর্ণ, আমরা জানি যে আমাদের সবসময় জিততে হবে। জয়ের মতো গুরুত্বপূর্ণ গোলটি করতে পেরে অবশ্যই আমি খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খুশির একটি দিন।’
ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম সম্পর্কে এমবাপে বলেছেন, ‘তারা দুজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু এখানে প্রতিটি অবস্থানই আমাদের সেরা। আমাদের পুরো দল নিয়ে খেলতে পেরে আমি খুশি, আমরা নিশ্চিতভাবে উন্নতি করব, প্রথমত আজকের দিনটি ইতিবাচক।’
এ মৌসুমে ফ্রি-টান্সফারের মাধ্যমে প্যারিস সেইন্ট জার্মেইন থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফ্রান্স অধিনায়ক। পাঁচ বছরের জন্য লস ব্লাঙ্কোসদের সাথে চুক্তি করেছেন।









