আলোচনায় ছিল গত মৌসুমেই পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাবেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। সেটি না ঘটলেও আলোচনা থামেনি। লিওনেল মেসি দল ছাড়ার পর খবর আসে এমবাপেও থাকবেন না ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে। এবারও এমবাপের স্বপ্নের ক্লাব রিয়ালেই যাওয়ার আলোচনা বেশি। লস ব্লাঙ্কোসদের হয়ে তাকে মাঠে দেখতে চান এমবাপের মা ফাইজা লামারিও।
আগে থেকেই এমবাপের ইচ্ছা রিয়ালে যাওয়ার। গত মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের আগে অবস্থা এমন দাঁড়ায়, শেষপর্যন্ত এমবাপের মায়ের হস্তক্ষেপ প্রয়োজন হয়। পরে পিএসজির সঙ্গেই দুবছরের চুক্তি বাড়ান ২৪ বর্ষী তারকা। চুক্তিতে ছিল চাইলে আরও একবছর বাড়াতে পারবেন। কিন্তু পিএসজিকে চিঠি দিয়ে ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন।
চুক্তি নবায়ন না করলে এমবাপেকেও এ মৌসুমে ক্লাব ছাড়তে হবে, এমন হুমকিও দিয়ে রেখেছে পিএসজি। এমন বাস্তবতায়, এমবাপের ভবিষ্যৎ নিয়ে আবারও এগিয়ে এসেছেন মা ফাইজা। তিনি বিশ্বকাপজয়ী তারকাকে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার ব্যাপারেই তাগাদা দিচ্ছেন।
এমবাপের মায়ের চাওয়ার বিষয়টি নিয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘আমার ধারণা এমবাপের মা চান, সে রিয়াল মাদ্রিদে আসুক। এটা তার মায়ের স্বপ্ন ছিল। এমবাপে এখনও অনেক ছোট। যদিও আমি তার মায়ের সঙ্গে কথা বলিনি। কিন্তু তিনি অনেকটাই বিরক্ত, যখন পরিস্থিতি বদলে যায় এবং একজন মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেটাকে সম্মানও করতে হবে। তার বয়স এখন ২৩, তাকে অনেক চাপেও রাখা হয়েছে।’







