গত অক্টোবরে ঊরুর চোটে মাঠের বাইরে ছিলেন কাইলিয়ান এমবাপে। নেশনস লিগে ফ্রান্সের দুটি ম্যাচের স্কোয়াডে না থাকায় ঘুরতে গিয়েছিলেন সুইডেনের স্টকহোমে। সেখানে গিয়ে ধর্ষণে জড়িত থাকার অভিযোগ ওঠে বিশ্বজয়ী তারকার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে আসছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সেই ধর্ষণ মামলা থেকে অব্যাহতিও পেলেন ২৫ বর্ষী তারকা।
তদন্ত শেষে সুইডিশ কৌসুলিরা এমবাপেকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন। পাশাপাশি বন্ধ করেছেন তদন্ত প্রক্রিয়াও। বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা বিষয়টি জানান।
বলেছেন, ‘সুইডেনের রাজধানীর একটি হোটেলে ঘটে যাওয়া ওই ঘটনায় তদন্ত কার্যক্রম চলার সময় যুক্তিসংগত কারণে জনপ্রিয় একজনকে (এমবাপে) ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হল। পাশাপশি ওই জনপ্রিয় ব্যক্তির সংশ্লিষ্ট থাকার কোনো প্রমাণ মেলেনি।’









