স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে বলছে, আগামী জুনে পিএসজি ছাড়ার বিষয়টি প্রকাশ করার আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরে ফেলেছেন কাইলিয়ান এমবাপে। সপ্তাহ দুয়েক আগে নাকি চুক্তি সেরেছেন। যদিও আরেক গণমাধ্যম ইএসপিএনের দাবি, বিষয়টি এখনো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী গ্রীষ্ম মৌসুমে ফ্রি ট্রান্সফারে স্বাক্ষরের বিষয়ে রিয়াল ও এমবাপের মধ্যে চলছে আলোচনা। স্প্যানিশ জায়ান্টরা শীঘ্রই একটি চুক্তি সম্পন্নের ব্যাপারে আশাবাদী।
২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলারকে গত মাসে লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে দেয়া হয়েছে একটি আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব। যদিও সবকিছুর আগে চুক্তির খুঁটিনাটি দিক এখনো বিস্তারিতভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অবশিষ্ট আছে।
২০২২ সালে এমবাপের রিয়ালে যোগ দেয়ার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেক নাটকের পর তিনি পিএসজি ছাড়েননি। এবার অবশ্য এমবাপেকে ধরে রাখতে পারছেন না পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। পিএসজির ছাড়ার ঘোষণা দিলেও এমবাপের পরবর্তী গন্তব্য নিয়ে এখনও চলছে নানা আলোচনা। এরই মাঝে লা লিগা জায়ান্টরা ২৫ বর্ষী তারকাকে পাওয়ার ক্ষেত্রে আগের চেয়ে বেশ কাছাকাছি অবস্থানে এসেছে।








