উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে মাঠ ছেড়েছিল পিএসজি। এবার বায়ার্নের মাঠে কঠিন পরীক্ষা অপেক্ষায় লিওনেল মেসি-কাইলিয়ান এমবাপেদের। ম্যাচের আগে এমবাপেকে থামানো নিয়ে পরিকল্পনার কথা জানালেন বায়ার্ন স্ট্রাইকার থমাস মুলার।
বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে চোটের কারণে মূল একাদশে ছিলেন না ফরাসি তারকা এমবাপে। বদলি হিসেবে শেষদিকে নামলেও জার্মান ক্লাবটির বিপক্ষে ১-০ গোলের হার ঠেকাতে পারেনি মেসি-নেইমার-এমবাপে ত্রয়ী।
পিএসজির বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের আগে ৩৩ বর্ষী মুলার বলছেন, ‘এমবাপে এমন একজন খেলোয়াড় যিনি পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। এমবাপে যদি কাউকে পাস দেন, তবে পেছনে আমাদেরও একজন থাকবে।’
‘পুরো ফুটবল বিশ্ব এমবাপের খেলা দেখতে ভালোবাসে, তবে এই ম্যাচে আমরা তার ভালো খেলা দেখতে চাই না। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এমবাপে মাঠে কোনভাবেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন না।’
এদিকে চোটের কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ছিটকে গেছেন পুরো মৌসুম থেকেই। তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে নিতে লড়বেন আর্জেন্টাইন মহাতারকা মেসি ও এমবাপে।
আগের ম্যাচে পূর্ণ ফিট এমবাপেকে পায়নি ক্রিস্তোফ গালতিয়েরের দল। চোট থেকে ফিরে সেই ম্যাচেও বায়ার্নের জালে বল পাঠিয়েছিলেন ২৪ বর্ষী ফরোয়ার্ড। অফসাইডের কারণে গোলটি বাতিল হলে ঘরের মাঠে হারতে হয় পিএসজিকে।
এবার পূর্ণ ফিট এমবাপেকে নিয়ে জার্মান স্ট্রাইকার মুলার বললেন, ‘এমবাপেকে কীভাবে থামানো যায় তা নিয়ে ভাবলেও ফুটবল কিন্তু একটি দলীয় খেলা। নির্দিষ্ট কোনো একজন খেলোয়াড়কে থামানোর খেলা নয়। মাঝ মাঠে তাকে কম সুযোগ দিতে হবে। তবে আমরা এমবাপের সঙ্গে মাঠের লড়াইয়ে দারুণ আত্মবিশ্বাসী।’
বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে এমবাপে অবশ্য জানিয়েছেন, পিএসজির জয় ছাড়া অন্যকিছুই ভাবছেন না।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় লিয়াম নাগেলসম্যানের বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ক্রিস্তোফ গালতিয়েরের পিএসজি।








