২৭ বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে নরওয়ে। প্রথমবারের মত বিশ্বমঞ্চে খেলবেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। নিজের প্রথম বিশ্বকাপের গ্রুপপর্বে নরওয়ে তারকা মুখোমুখি হবে কাইলিয়ান এমবাপের। ‘আই’ গ্রুপে ফ্রান্সকে প্রতিপক্ষ পেয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান।
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে চলা ফুটবল মহাযজ্ঞের গ্রুপপর্বে ‘আই’ গ্রুপে নরওয়ের পাশাপাশি ২০১৮ বিশ্বকাপ জয়ী এবং ২০২২ রানার্সআপ ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেনেগাল ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ থেকে আসা দল। ফিফা মহাদেশীয় প্লে অফ খেলে ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করবে।
‘এইচ’ গ্রুপে পড়েছে লামিন ইয়ামালের স্পেন। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দেকে।
‘ই’ গ্রুপে জার্মানি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডর, আইভরি কোস্ট ও প্রথমবার বিশ্বমঞ্চের টিকিট কাটা দেড় লাখ মানুষের ছোট দেশ কুরাসাওকে।
‘এল’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। কেন হ্যারিকেনের দল গ্রুপপর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়া, পানামা ও ঘানাকে।









