লাফিয়ে উঠে হেড করতে গিয়ে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে প্রচণ্ড আঘাত পান কাইলিয়ান এমবাপে। ঝরতে থাকে রক্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে অনিশ্চিত হলেও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। মাস্ক পরে মাঠে ফিরবেন, জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
ডুসেলডর্ফ অ্যারেনায় সোমবার রাতে ইউরোর গ্রুপপর্বের ম্যাচে এমবাপের এক আক্রমণ ঠেকাতে যেয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন উবের। সেই গোলের পর বাকি সময়জুড়ে ফ্রান্স বেশকিছু শক্ত আক্রমণ গড়লেও জালের দেখা পায়নি, অস্ট্রিয়াও আর জাল খুঁজে পায়নি। ১-০তে জিতে আসর শুরু করে এমবাপের ফ্রান্স।
ম্যাচের শেষদিকে সংঘর্ষে নাক ভেঙে যাওয়ার ওই ঘটনায় ডুসেলডর্ফের একটি হাসপাতালে নেয়া হয় এমবাপেকে। অবশ্য স্থানীয় সময় রাত একটার দিকে হাসপাতাল ছেড়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, নতুন পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফরা মনে করছেন, এমবাপের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। একটি মাস্ক বানানো হবে, চিকিৎসার পর যেটি পরে মাঠে ফিরবেন তিনি।
এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে অনিশ্চিত রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেয়া ফরাসি তারকা। তবে এক-দুই ম্যাচ অনিশ্চিত থাকলেও পুরো টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরে খেলার আভাস দিয়েছেন ২৫ বর্ষী এমবাপেও। জানতে চেয়েছেন মাস্ক নিয়ে কারো কোনো ধারণা আছে কিনা।









