উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। ম্যাচে ছিলেন না দলটির মূল স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে। কোচ দিদিয়ের দেশম বলছেন, এমবাপে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদে শারীরিক-মানসিক সমস্যার মুখোমুখি হয়েছেন।
ইসরায়েলের সাথে ড্রয়ের পর ফরাসি সংবাদমাধ্যমে দেশম বলেছেন, ‘প্রকৃতপক্ষে কারণটা এমন যে, এমবাপে বাজে অবস্থার মধ্যে আছেন। এমন একটি সময় পার করছেন, যা তার ক্যারিয়ারের জন্য মোটেও সুখকর নয়।’
‘তিনি আসতে চেয়েছিলেন। আমি মনে করি এখন তাকে দলে আনা তার জন্য ভালো হবে না। সবাই খারাপ সময়ের মধ্য দিয়ে যায়। শারীরিক কিছু সমস্যা আছে, সাথে মানসিক সমস্যাও একটি বিষয়।’
এমবাপে ফ্রান্সের হয়ে ৮৬ ম্যাচে ৪৮ গোল করেছেন। ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে দেশের সর্বোচ্চ গোলদাতা হবেন ভাবা হচ্ছে। তবে এমুহুর্তে তিনি লস ব্লাঙ্কোসদের হয়ে লিগে লেগানেসের বিপক্ষে ২৪ নভেম্বর জ্বলে উঠতে প্রস্তুতি নিচ্ছেন।








