অনেক নাটকীয়তা শেষে এ মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন ফ্রান্স অধিনায়ক কাইলিয়ান এমবাপে। প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে যাওয়ায় দীর্ঘদিন পর মুখ খুলেছেন দলটির কোচ লুইস এনরিকে। দলের সেরা তারকার চলে যাওয়ায় হতাশ স্প্যানিশ কোচ। ঘটনাকে ফুটবলের স্বাভাবিক অংশও বলেছেন।
পিএসজির সর্বকালের সেরা গোলদাতা এমবাপেকে নিয়ে এনরিকে বলেছেন, ‘কাইলিয়ানের ক্ষেত্রে, আমি দারুণ একজন খেলোয়াড়ের সাথে পরিচিত হয়েছিলাম। ব্যক্তিগত পর্যায়ে ব্যতিক্রমী একজন, এ পর্যায়ে এমন একজনকে খুঁজে পাওয়া ব্যতিক্রমী। মানবিক, স্নেহময় এবং কাছের একজন।’
‘সে একজন দারুণ খেলোয়াড়। কী আফসোস সে মাদ্রিদে চলে গেল। বিশেষত ওই সময়ে আমাদের জন্য। কিন্তু সেটাও জীবনের একটি অংশ।’
এমাবাপের প্রতি শুভ কামনা জানিয়ে এনরিকে বলেছেন, ‘আমি আশা করি তার সবকিছু ভালো হোক। আমার তাকে তিরস্কার করার কিছু নেই, তার চলে যাওয়ার শর্ত ছিল। আমরা সর্বদা তার মূল্যবোধকে উন্নত করার এবং ত্রুটিগুলো ঢেকে রাখার চেষ্টা করি। সে সবসময় অত্যন্ত বিনয়ী এবং শ্রদ্ধাশীল ছিল।’
এমবাপে পিএসজির হয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করে গেছেন। ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দেন তিনি।







