মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে পিএসজি ও লিগ ওয়ান ছেড়ে যাচ্ছেন। আলোচনা আছে, স্প্যানিশ লিগে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বজয়ী তারকা কাইলিয়ান এমবাপে। তার আগে গুরুতর এক অভিযোগের মুখে পড়লেন। পিএসজির কোচ লুইস এনরিকেকে গালি দেয়ার অভিযোগ উঠেছে এমবাপের বিরুদ্ধে।
সবশেষ ম্যাচে মার্শেইয়ের মাঠে ২-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে পিএসজি। ম্যাচে ২৫ বর্ষী এমবাপেকে ৬৪ মিনিটে মাঠ থেকে তুলে নেন এনরিকে। তখন বিরক্ত হয়ে কোচকে গালি দিয়েছেন বলে অভিযোগ।
ইউরোপীয় সংবাদ মাধ্যম ফুটমেকার্তোর খবর, খেলার মাঝে হঠাৎ এমবাপেকে উঠিয়ে নেয়ায় তিনি বিরক্ত হন। উঠে যাওয়ার সময় এনরিকেকে ‘কুকুরের বাচ্চা’ বলে ড্রেসিংরুমের দিকে আগান।
এনরিকে অবশ্য বলছেন তেমনকিছু শোনেননি। বলেছেন, ‘কিছু দেখিনি। কিছুই না। মাঠ থেকে উঠে যাওয়ার সময় সে অখুশি ছিল। কি কারণে? প্রতি সপ্তাহে এমন ঘটে। এটা বিরক্তিকর। আমি কোচ। প্রতিদিন এবং সপ্তাহে সিদ্ধান্ত নেই। প্যারিসে শেষদিন পর্যন্ত এমন সিদ্ধান্ত নিতে থাকবো।’







