লাফিয়ে উঠে হেড করতে গিয়ে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন কাইলিয়ান এমবাপে। গুরুতর চোটে ফরাসি তারকা মাঠ ছেড়ে গেলেও ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষে জানানো হয়েছিল অস্ত্রোপচারের প্রয়োজন নেই। কোচ দিদিয়ের দেশম অবশ্য জানিয়েছেন, অস্ত্রোপচার করাতে হবে বিশ্বজয়ী ফরোয়ার্ডকে।
বুধবার এমবাপের চোটের হালনাগাদ জানিয়েছেন দেশম। বলেছেন, ‘বুধবার পরীক্ষা করে দেখা হবে অবস্থা কী। এটা দলের জন্য বড় ধাক্কা। চিকিৎসকেরা পরীক্ষার পর সমস্যার সমাধান করতে সম্ভাব্য সবকিছুই করেছে।’
‘এখন যদি অস্ত্রোপচার না করা হয়, টুর্নামেন্টের পরে করাতেই হবে। সকাল থেকে অবস্থা কিছুটা ভালো। তাই আমরা দেখব, কী হয়। আমরা প্রতিদিনই অবস্থা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব।’
সোমবার রাতে ডুসেলডর্ফ অ্যারেনায় ইউরোর গ্রুপপর্বের ম্যাচের শেষদিকে সংঘর্ষে নাক ভেঙে যায় এমবাপের। ঘটনায় ডুসেলডর্ফের একটি হাসপাতালে নেয়া হয় তাকে।
৬ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচে খেলা হচ্ছে না তারকা ফুটবলারের।









