ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ একাদশে ছিলেন না কাইলিয়ান এমবাপে। মূলত পেটের সমস্যায় আক্রান্ত হওয়ার কারণে হোটেলে বিশ্রামে রাখা হয় তাকে। ফরাসি তারকার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাচুকার বিপক্ষে মাদ্রিদের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না বিশ্বজয়ী ফরোয়ার্ডের।
বৃহস্পতিবার বিবৃতিতে এমবাপকে হাসপাতালে ভর্তি করানোর কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি বলেছে, ‘এমবাপে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের (পেটের একধরনের অসুখ, যার কারণে বমি এবং ডায়রিয়া হয়ে থাকে) তীব্র সমস্যায় ভুগছেন। তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাচুকার বিপক্ষে তার উপস্থিতি অসম্ভব বলে মনে হচ্ছে।’
বুধবার রাতে ফিলাডেলফিয়ায় ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল।









