স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। ম্যাচে প্রথম গোলটি আসে রিয়াল ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের থেকে। পরে শুরু হয় বার্সা ঝড়, যেখানে টিকতে পারেনি রিয়াল। কোচ কার্লো আনচেলত্তি বলছেন, একমাত্র এমবাপে ভালো খেলেছে।
ম্যাচের কাটাছেড়া করতে গিয়ে আনচেলত্তি বলেছেন, ‘এই খেলাগুলো জিততে হলে আপনাকে ভালো ডিফেন্স করতে হবে। জয় প্রাপ্য ছিল বার্সেলোনার, তারা আমাদের চেয়ে ভালো ডিফেন্ড করেছে। আমার দল ভালো দেখাচ্ছে না, কিন্তু কারও দিকে আঙুল তুলতে যাচ্ছি না।’
‘এমবাপের ভালো ম্যাচ ছিল, সম্ভবত সে একমাত্র যে ম্যাচে ভালো খেলেছে। এ বিষয়ে নাম বলতে চাচ্ছি না, তবে আমরা প্রথম মিনিট থেকে ভালো খেলছিলাম না এবং ভালো পারফর্ম করিনি।’
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রুদ্ধশ্বাস ও তুমুল উত্তেজনায় ভরপুর ফাইনালে বার্সার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রিয়াল।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে ৪ বা এরবেশি গোল জড়াল বার্সা। ১৯৬৩ সালে রিয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্ল্যাসিকোয় দেখা গেল এমনকিছু।









