ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ এবং ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এলাকাটি পরিদর্শন করে মেয়র তাপস এ আহ্বান জানান।
এসময় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতাসহ সচেতনতা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।
রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এরই মাঝে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোনে পরিছন্নতা কর্মসূচির পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন।
তবে হাসপাতালে শয্যা খালি না হতেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভর্তি হওয়া অন্যান্য রোগীদের।







