স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনলাইনে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী মওলানা ভাসানী বই উৎসব।
boionlinebd.com– এই বই উৎসবের আয়োজন করেছে। মওলানা ভাসানীর লেখা বইসহ তাকে নিয়ে প্রকাশিত ২৫টি বই ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে এই বই উৎসবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় সংস্কৃতি বিকাশকেন্দ্র পরীবাগে এই বই উৎসবের উদ্বোধন করবেন খ্যাতিমান লেখক ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। অনুষ্ঠানে থাকবে গান, আবৃত্তি ও কবিকণ্ঠে কবিতা পাঠ।







