দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। এতে রাজধানী ঢাকার সঙ্গে গাইবান্ধার দূরত্ব কমলো অন্তত ১০০ কিলোমিটার পথ। বুধবার ২০ আগস্ট দুপুর পৌনে ১টার দিকে সেতুটি উদ্বোধন করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন সৌদি প্রতিনিধিদল।
স্থানীয় সরকার প্রকৌশল কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার থেকে চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতু।
এতে করে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ উন্নয়নের মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে আঞ্চলিক যোগাযোগ স্থাপন হলো।
সেই সঙ্গে, একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে ভুরুঙ্গামারি স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার দূরত্ব হ্রাস পেয়েছে ৪০-৬০ কিলোমিটার।









