খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান। তার নতুন সিনেমার ঘোষণা থেকেই শুরু হয় দর্শকের কৌতূহল। এবারও হচ্ছে না ব্যতিক্রম। বিশ্বখ্যাত এই নির্মাতার পরবর্তী প্রজেক্ট নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে।
নোলান এবার গ্রিক মহাকাব্যিক কবিতা হোমারের ‘দ্য ওডিসি’-কে পর্দায় আনতে চলেছেন। বিশাল বাজেটের এই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। হলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে নির্মিতব্য এই ছবি নিয়ে এলো গুরুত্বপূর্ণ আপডেট!
নোলানের অসাধারণ ভিজ্যুয়াল স্টাইল ও বিশাল ক্যানভাসের সিনেমা নির্মাণের দক্ষতার কথা মাথায় রেখে, অনেকেই ভাবছেন তিনি কীভাবে এই ক্লাসিক কাহিনীকে সঠিকভাবে তুলে ধরবেন! এরমধ্যেই প্রকাশিত হলো ম্যাট ডেমনের ‘ওডিসিয়াস’ লুকের একটি বিহাইন্ড-দ্য-সিন! ছবি প্রকাশিত হতেই উচ্ছ্বসিত অনেকেই। তবে, কিছু দর্শক গ্রিক চরিত্রের জন্য গ্রিক অভিনেতাকে না নেওয়ার কারণে হতাশাও প্রকাশ করেছেন!
ম্যাট ডেমন হচ্ছেন ওডিসিয়াস
সোমবার সকালে ‘দ্য ওডিসি’ ছবির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ম্যাট ডেমনের ওডিসিয়াস চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়। ছবিতে ট্রয় যুদ্ধের পরের দৃশ্যের আভাস মিলছে। ক্যাপশনে লেখা ছিল, ‘ওডিসিয়াস হয়ে আসছেন ম্যাট ডেমন।’
এই ঘোষণার পরপরই ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একদল ভক্ত ছবিটির জন্য আগ্রহ প্রকাশ করলেও, কিছু দর্শক কাস্টিং নিয়ে ক্ষোভ দেখিয়েছেন। একজন লিখেছেন, “একজন আমেরিকান অভিনেতাকে গ্রিক চরিত্রে কাস্ট করা হয়েছে? নিশ্চিতভাবেই তাদের সবার ব্রিটিশ অ্যাকসেন্ট থাকবে। একেবারে হাস্যকর হবে!”
আরেকজন মন্তব্য করেন, “নোলান, যদি আপনি এটি পড়েন, তাহলে অনুরোধ করব ছবিটিকে ব্রোঞ্জ যুগের মতো দেখানো হোক। আমাদের সময়োপযোগী বর্ম দরকার। আর ভালোভাবে কাস্টিং করা যেত। এই সিনেমায় অবশ্যই ভূমধ্যসাগরীয় সংস্কৃতির প্রতিফলন থাকা দরকার।”
‘ওডিসি’—এক মহাকাব্যিক যাত্রার গল্প
হোমারের এই মহাকাব্যের কাহিনীতে ওডিসিয়াসের দশ বছর ধরে ইথাকায় ফেরার চেষ্টার গল্প দেখানো হবে। যেখানে তিনি অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন। অন্যদিকে, ইথাকায় তার স্ত্রী পেনেলোপে এবং পুত্র টেলেম্যাকাস তার অনুপস্থিতিতে ক্ষমতা দখল করতে চাওয়া লোভী প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যান।
সিসিলিতে শুটিং শুরু হচ্ছে
এই বছরের জানুয়ারিতে ভ্যারাইটি জানিয়েছিল, নোলান ‘ওডিসি’-র একটি অংশ সিসিলিতে চিত্রায়ণ করবেন। বিশেষ করে, ফ্যাভিনিয়ানা দ্বীপে (যা স্থানীয়ভাবে ‘গোট আইল্যান্ড’ নামে পরিচিত) দৃশ্যধারণ হবে, যা হোমারের মূল কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ধারণা করা হয়, ওডিসিয়াস এবং তার সঙ্গীরা এখানে এসে পৌঁছেছিলেন। শুটিং শুরু হওয়ার কথা এই মাসেই!
নোলান-ডেমন জুটির তৃতীয় চলচ্চিত্র
এই সিনেমাটি হবে ক্রিস্টোফার নোলান ও ম্যাট ডেমনের তৃতীয় যৌথ কাজ। এর আগে তারা ‘দ্য ডিপার্টেড’ এবং অস্কারজয়ী ‘ওপেনহাইমার’-এ একসঙ্গে কাজ করেন।
তারকাবহুল কাস্টিং লাইনআপ
ইউনিভার্সাল পিকচার্স প্রযোজিত ‘ওডিসি’-তে থাকবে একঝাঁক হলিউড তারকা। ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয় করবেন টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিটা নিয়ং’ও, অ্যান হ্যাথাওয়ে, চার্লিজ থেরন, বেনি সাফদি, জন বার্নথাল, এলিয়ট পেজ, হিমেশ প্যাটেল, বিল আরউইন, সামান্থা মর্টন প্রমুখ।
নোলানের এই বহুল প্রতীক্ষিত ছবিটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তির ঘোষণাও দেন এদিন। – দ্য স্টেটসম্যান
Matt Damon is Odysseus. A film by Christopher Nolan, #TheOdysseyMovie is in theaters July 17, 2026. pic.twitter.com/7a5YbfqVfG
— odysseymovie (@odysseymovie) February 17, 2025









