শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড-আউট’ ঘটনার রেশ থামছেই না। লঙ্কায় চলছে লঙ্কাকাণ্ড, যোগ দিয়েছেন ম্যাথুজের বড় ভাইও। করেছেন আক্রমণাত্মক মন্তব্য। বলেছেন, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কায় গেলে তাকে পাথর ছুড়ে মারা হবে।
ম্যাথুজের বড় ভাই ট্রেভিন ম্যাথুজ বলেছেন, দ্বীপ দেশটিতে আন্তর্জাতিক সিরিজে বা লঙ্কান প্রিমিয়ার লিগেও আর আমন্ত্রণ জানানো হবে না সাকিবকে। যদি তাকে দেখা যায় তাহলে শ্রীলঙ্কার শান্তিপ্রিয় মানুষ তার দিকে পাথর ছুড়বে। সাকিব ক্রিকেটীয় চেতনা এবং মৌলিক মানবিকতা লঙ্ঘন করেছে।
শ্রীলঙ্কান এক সংবাদমাধ্যমে ট্রেভিন বলেছেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের মধ্যে কোনো স্পোর্টসম্যানশীপ নেই এবং ভদ্রলোকের খেলায় সে মানবিকতা দেখায়নি।’
‘সাকিবকে আর শ্রীলঙ্কায় স্বাগতম জানানো হবে না। যদি সে এখানে আন্তর্জাতিক সিরিজ বা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আসে, তাকে পাথর ছুড়ে মারা হবে অথবা সমর্থকরা তাকে বিরক্ত করবে।’
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচে টাইমড-আউট হয়েছিলেন ম্যাথুজ। ঘটনা ম্যাচের ২৫তম ওভারের। দ্বিতীয় বলে সামারাবিক্রমাকে আউট করেন টাইগার অধিনায়ক সাকিব। পরে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যার কিছুক্ষণ পর সাকিবের আইনসিদ্ধ আবেদনে কোনো বল না খেলেই টাইমড-আউট হয়ে ফিরে যেতে হয় লঙ্কান অভিজ্ঞ তারকাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড-আউট হয়ে ক্রিজ ছাড়েন ম্যাথুজ।







