আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ভালো সংবাদ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। খেলোয়াড়দের বেতন বাড়িয়েছে দেশটি। টেস্ট খেলুড়েদের বেতন বেড়েছে দ্বিগুণ। আর সাদা বলের (ওয়ানডে ও টি-টুয়েন্টি) ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে ২৫ শতাংশ।
শুক্রবার এসএলসির সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বাধীন নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে তা জানিয়েছে এসএলসি।
লঙ্কান ক্রিকেট বোর্ড বলছে, তাৎক্ষণিক সিদ্ধান্তে শ্রীলঙ্কার হয়ে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। এবারের চুক্তিতে অন্তর্ভূক্ত হয়েছেন ৪১ ক্রিকেটার। যেখানে তাদের পূর্ণাঙ্গ বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে ভাগ করে। ক্রিকেটাররা বেতন পাবেন ক্যাটাগরি এ-১, এ-২, বি-২, সি-১, সি-২ ও ‘এ’ টিমের সাপেক্ষে।
নতুন কাঠামোতে শতভাগ বেতন বেড়েছে টেস্ট খেলুড়ে লঙ্কান ক্রিকেটারদের। তবে ম্যাচ ফলাফলের ভিত্তিতে এই বেতন দেয়া হবে। লাল বলে শ্রীলঙ্কার জয়, ড্র কিংবা পরাজয়ের উপর নির্ভর করবে নতুন বেতন কাঠামো। ম্যাচ জিতলেই দ্বিগুণ বেতন পাবেন ক্রিকেটাররা। একইভাবে লঙ্কানরা ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে আগের চেয়ে ২৫ শতাংশ বেতন বেশি পাবেন।
হাসারাঙ্গা-মেন্ডিসদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করেছে বোর্ড। লঙ্কান কোনো ক্রিকেটার আইসিসি র্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটের কোনোটিতে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার কিংবা সেরা অলরাউন্ডার হলে এককালীন অর্থপুরস্কার পাবেন। এছাড়া কোনো ক্রিকেটার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় থেকে দশম অবস্থানের মধ্যে থাকলে, তাকেও এককালীন মেয়াদে অর্থপুরস্কার দেয়া হবে।









