মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপাজয়ী লাল-সবুজের দল শনিবার এসেছিল চ্যানেল আই ভবনে সংবর্ধনায়। ডিফেন্ডার মাসুরা পারভীন জানালেন, দলের লক্ষ্যটাই হয়ে গেছে চ্যাম্পিয়ন হওয়া।
শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা জানিয়েছে চ্যানেল আই। পরে আলাপচারিতায় মাসুরা বললেন, ‘সবমিলিয়ে আমাদের জার্নিটা অনেক ভালো ছিল। আগেও ২০১৮ সালে আমরা ফুটসালে খেলেছি। তখন ফুটসালের নিয়মগুলো জানতাম না। ফুটসালের অন্যতম একটা নিয়ম হল পাঁচজনে খেলতে হয়।’
লক্ষ্য নিয়ে মাসুরা বললেন, ‘আমাদের লক্ষ্যটা হয়ে গেছে চ্যাম্পিয়ন হওয়া। আমরা যেখানেই যাই, সেখানেই চেষ্টা করি ট্রফিটা জেতার জন্য। আমরা মাঠে নামিই চ্যাম্পিয়নশিপ জেতার জন্য।’
থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এসেছে বাংলাদেশ। প্রথম আসরে শিরোপা জিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনার দল। শুরুতে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে, ঝলমলে আয়োজনে বিজয়ী দলকে সংবর্ধনা দেয় বাফুফে।
সাত দলের অংশগ্রহণে ফুটসাল আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।









