বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সরকার ভোট ছাড়া ক্ষমতায় আসার জন্য প্রশাসনে ব্যাপক রদবদল করছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার ১৫ জুন দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে আওয়ামী লীগ নেতারা মিথ্যাচার করছেন। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এর জবাব দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতায় ২০২০ সালের ২৫ শে মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ ৬ মাসের জন্য স্থগিত করেন। সে সময় থেকে গুলশানে নিজ বাসভবনেই থাকছেন সাবেক প্রধানমন্ত্রী। পরিবারের আবেদনের ভিত্তিতে ৬ মাস পরপর বেগম জিয়ার সাজা স্থগিত করা হচ্ছে। এর মধ্যে কয়েক দফা হাসপাতালে থেকে চিকিৎসাও নিয়েছেন তিনি। গত সোমবার মধ্যরাতে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। এসময় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ জানান দলের মহাসচিব।
পরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, নরসিংদীতে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে সরানোর জন্য নেতা-কর্মীদের নামে পুরনো মামলা সচল করা হচ্ছে।







