পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হেলমান্দ প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবান সৈন্যদের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ৫৮ পাকিস্তানি সৈন্য এবং আফগানিস্তানের ৯ সেনাসহ মোট ৬৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এছাড়া আফগানিস্তানের ১৯টি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পাকিস্তান।
রোববার (১২ অক্টোবর) আল জাজিরা ও এপির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
তালেবান সরকার জানিয়েছে, আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আফগান সৈন্যরা। সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রাতভর সংঘর্ষে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের ২৫টি নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, রাতভর সংঘর্ষে ৯ জন আফগান সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। কাতার ও সৌদি আরবের অনুরোধে মধ্যরাতে অভিযানটি স্থগিত করা হয়। পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে পাকিস্তানের দাবি, সীমান্তের ১৯টি আফগান চৌকি দখল করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের প্রতিরক্ষার বিষয়ে কোনো আপস হবে না এবং প্রতিটি উস্কানির শক্ত জবাব দেওয়া হবে।
সীমান্ত উত্তেজনার এ ঘটনায় উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব।
প্রসঙ্গত, গত সপ্তাহে কাবুলে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আফগানিস্তান। তবে পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেনি।









