কেরানীগঞ্জের বহুতল ভবন জমেলা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে।
আজ (১৩ ডিসেম্বর) শনিবার ভোরে ১২ তলা ভবনটির নিচতলায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর আট মিনিটের মধ্যেই, সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।
ভবনের নিচতলায় আগুন লাগার কারণে ধোঁয়া দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।









