বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ, জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে-মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে নারীদের সাইবার বুলিং প্রতিরোধসহ তাদের সুরক্ষা নিশ্চিতে নানা পরিকল্পনা রয়েছে বিএনপি’র।
মেট্রোরেলে মেইনটেনেন্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল উল্লেখ করে তারেক রহমান জানান, বিএনপির পরিকল্পনায় মনোরেল প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রীদের খরচ অনেক কমে আসবে।
প্রবাসে যারা রেমিট্যান্স পাঠাচ্ছে, তাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা এবং বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্রঋণ দেয়ার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের উপরে এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই হাজার দুইশ’ প্রতিযোগী অংশ নেন। যাদের মধ্য থেকে জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।
বিজয়ী দশ জনের সাথেই আগামীর রাষ্ট্র গঠনে তাদের চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান।









