আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ‘ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে!’
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী পোস্টে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে লেখেন, খুনি হাসিনার বানানো আইনে এবং তারই তৈরি ট্রাইব্যুনালে এবার হাসিনা ও তার সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনটির জন্য আমি আল্লাহর কাছে বহুবার কান্না করেছি। এখন স্বপ্ন পূরণের অপেক্ষা মাত্র কয়েক দিনের।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে নতুনভাবে বিচার শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।









