সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে। দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, পরানো হয়েছে রিং। সবশেষ- জ্ঞান ফিরেছে তার, কথা বলেছেন পরিবারের সাথে।
সাবেক সতীর্থের এমন অবস্থা দেখে উদ্বিগ্ন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তামিমের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তার পোস্টটি তুলে ধরা হল-
তামিমের সাথে কথা বলছেন এমন একটি ছবি দিয়ে মাশরাফী লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’
বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে।
অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের কেপিজে হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল)। এনজিওগ্রাম করালে হার্টে ব্লক ধরা পড়ে। পরে রিং পরানো হয়। হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।









