পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আনন্দ দেশ-বিদেশের অগণিত ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করলেন দুই তারকা মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন বার্তা।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’
টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব ফেসবুক পেজে লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’







