বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (সভাপতি) নাজমুল হাসান পাপনের ডাকে মিরপুরে হাজির হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপের জন্য দল ঘোষণার আগে তামিম ইকবালের ফিটনেস ইস্যুতে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়েই হয়ত আলোচনার টেবিলে বসবেন। করবেন মধ্যস্থতা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের মাঝে ঘোষণা করা হতে পারে বাংলাদেশ দল। মিরপুরে বাংলাদেশ দলের বাস প্রবেশের আগেই বিসিবি কার্যালয়ে হাজির হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দুপুরে আসেন নাজমুল হাসান পাপন। তার কিছুক্ষণ পর আসেন মাশরাফী।
বুধবার বিকেল চারটায় ভারতের পথে রওনা হবে বাংলাদেশ দল। ২৪ ঘণ্টা আগেও ঘোষণা করা হয়নি স্কোয়াড। মঙ্গলবার দল ঘোষণার কথা থাকলেও কখন, কীভাবে হবে তা অফিসিয়ালি বিসিবি এখনও নিশ্চিত করেনি।
জটিলতার কারণ তামিম পুরোপুরি ফিট নন। জানা গেছে অধিনায়ক সাকিব আল হাসানের আপত্তির কারণেই দীর্ঘসূত্রিতা হচ্ছে বিষয়টি নিয়ে। যে কারণে তৈরি হয়েছে ঝামেলা।
বাংলাদেশ দলের জার্সিও প্রস্তুত হয়ে গেছে। এবার ভিন্নরূপে জার্সি উন্মোচন করতে চলেছে বিসিবি। হবে না ফটোসেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে টাইগারভক্তদের কাছে উন্মুক্ত করা হবে। সোমবারই হয়ে গেছে শুটিং। দল চূড়ান্ত হলে তা পাবলিশ করবে বিসিবি।







