৫৪তম স্বাধীনতার সূর্যদয়ের প্রথম প্রহরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টির প্রথমটিতে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে রোভম্যান পাওয়েলের দলকে ৭ রানে হারিয়েছে লিটন দাসের দল। বাংলাদেশের এ জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বিজয়ের দিনে দারুণ এক জয়…। অভিনন্দন বাংলাদেশ, মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
কিংসটনে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের গোল্ডেন ডাকের দিনে ম্যাচজয়ী পারফর্ম করেছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দলগত পারফরম্যান্সে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।








