কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজদের জয়ের নেপথ্যে থাকা কোচ মারুফুল হক এবার নতুন দায়িত্ব নিতে চলেছেন। আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মারুফুল।
বুধবার রাতে অনূর্ধ্ব-২০ দল নিয়ে এএফসি কাপের বাছাইয়ে অংশ নিতে ভিয়েতনাম গেছেন মারুফুল। ভিয়েতনাম মিশন শেষে আবাহনীর দায়িত্ব নেবেন তিনি।
বিবৃতিতে কোচ নিয়োগের বিষয়টি জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ক্লাবটি। একইসঙ্গে ক্লাবের পরিচালক কাজী ইনাম আহমেদকে ফুটবল পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। দলের ম্যানেজার করা হয়েছে জাতীয় দলের সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপুকে।
মারুফুল ২০০৮ সাল থেকে কোচিংয়ে যুক্ত আছেন। জাতীয় দল, দেশের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, আরামবাগ ও চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব পালন করেছেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এ কোচ। প্রথমবারের মতো আবাহনীর ডাগআউটে দেখা যাবে ৫৪ বর্ষী কোচকে।









