শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী শহিদ মারুফের বাবা আদালতকে জানিয়েছেন, গুলিবিদ্ধ মারুফকে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে আহত স্থানটি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে পুলিশ। পরে মারুফের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার বিচার চান বাবা মোহাম্মদ ইদ্রিস। জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধদের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাকিয়া সুলতানা।









