চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ঘরের মাটিতে দুই গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। এরপর ৩-৩ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে কোচ সিমিওনে ইনজাঘির শিষ্যদের। ম্যাচে কিছুটা চোট দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজেরে। এজন্য দ্বিতীয় লেগে বার্সার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কা হচ্ছে ইন্টার কোচের।
মার্টিনেজের চোট নিয়ে সিমিওনে ইনজাঘি বলেছেন, ‘মার্টিনেজ পায়ে কিছু একটা অনুভব করছে এবং পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানতে পারব। কিন্তু খুব কমই সম্ভাবনা আছে দ্বিতীয় লেগে তাকে পাওয়ার, যা আমাদের কাছে ফাইনাল ম্যাচের মতো।’
‘আশা করছি সামনের মঙ্গলবার বেঞ্জাবিন পাভার্ডকে পাবো। দুর্ভাগ্যবশত; আমার মনে হয় না মার্টিনেজের ক্ষেত্রেও এমন হবে। আমাদের কাছে এটি হবে ফাইনাল এবং ৭৫ হাজার সমর্থক আমাদের এ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’
দলকে নিয়ে গর্বিত ইনজাঘি আরও বলেছেন, ‘আমার মনে হয়েছে আমরা ভালো একটি ম্যাচ খেলেছিলাম। কিছু বাজে ফলাফলের পর আসল ইন্টারকে দেখা গেছে। দল মন দিয়ে খেলেছে এবং আমি তাদের নিয়ে গর্বিত।’
ন্যু ক্যাম্পে প্রথম মিনিটে মার্কাস থুরামের গোল করার পর আরও দুই গোল করেন নেদারল্যান্ডসের ডানজেল ডামফ্রিস। বার্সার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলের সমতা নিয়ে ঘরের মাঠে আগামী সপ্তাহে নামবে ইন্টার মিলান।









