কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লৌতারো মার্টিনেজের গোলে হামেস রদ্রিগেজদের ১-০তে হারিয়েছে তারা। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল জিতেছেন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ।
আসরে আর্জেন্টিনা মোট ছয় ম্যাচ খেলেছে। তিনটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে গোল পেয়েছেন মার্টিনেজ। সর্বোচ্চ ৫ গোল করে পুরস্কার নিজের করে নিয়েছেন ২৬ বর্ষী তারকা।
আসরে শুরুর ম্যাচে বদলি নেমে কানাডা ও পরে চিলির বিপক্ষে একটি করে গোল করেন মার্টিনেজ। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে বদলি নেমে করেন শিরোপাজয়ী গোল। পেরুর বিপক্ষে শুরুর একাদশে থেকে ২ গোলের দেখা পেয়েছেন।
কলম্বিয়াকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছে লিওনেল স্কালোনির দল। কোপার সর্বোচ্চ ১৬তম শিরোপা এখন আলবিসেলেস্তেদের। অতিরিক্ত সময়ে, ১১২ মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে আসে শিরোপা।









