অ্যাস্টন ভিলা ছাড়ছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মৌসুম শেষের আগে থেকে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। ভিলা পার্কে মৌসুমের সবশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের বিদায় জানানোর পর থেকেই তা আরও জোরালো হয়। এরপরই মার্টিনেজের নতুন গন্তব্য হিসেবে আলোচনায় আসে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও কয়েকটি সৌদি ক্লাবের নাম। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
এক প্রতিবেদনে বিষয়টা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। সেখানে হয়েছে, ইউনাইটেডের নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। ইউনাইটেডেরও আগ্রহ আছে মার্টিনেজের প্রতি।
সুত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, ‘মার্টিনেজ আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদল করতে আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় সে ইতোমধ্যেই কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এছাড়া ইউনাইটেড কোচ আমোরিম নিজেও মার্টিনেজের বড় ভক্ত। ২০২০ সালে স্পোর্টিংয়ে তাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিলার কাছে হেরে যেতে হয় সেবার। তিনি এমন এক দল গড়তে চান যেখানে নেতা এবং ক্যাপ্টেনসুলভ খেলোয়াড় থাকবে, আর মার্টিনেজ সেই চাহিদায় পুরোপুরি ফিট।’
২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল ছেড়ে চার বছরের চুক্তিতে অ্যাস্টন ভিলায় নাম লেখান মার্টিনেজ। ২০২৪ সালের আগস্টে চুক্তি নবায়ন করেন ২০২৯ সাল পর্যন্ত। মার্টিনেজকে পেতে হলে অবশ্য রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে।








