অ্যাস্টন ভিলার ঘরের মাঠ ভিলা পার্কে মৌসুমের শেষ ম্যাচ খেলে মাঠ ছাড়লেন চোখে জল নিয়ে। দর্শকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানানো সেই মুহূর্ত দেখে আলোচনায় আসে, হয়তো এটিই ছিল এমিলিয়ানো মার্টিনেজের ভিলায় শেষ ম্যাচ। যদিও অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি আছে ৩২ বর্ষী এই তারকার।
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০তে জিতে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট প্রায় নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা, তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে খবর, মার্টিনেজের জন্য আছে তিনটি প্রস্তাব। এর মধ্যে একটি সৌদি আরব থেকে আর বাকি দুটি ইউরোপের শীর্ষ ক্লাব থেকে। যদিও অর্থের অঙ্ক বা ক্লাবের নাম প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, দিবু শুধুমাত্র খেলাধুলার মান ও প্রতিযোগিতার দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। তাতে সৌদি আরব নয়, ইউরোপেই তার ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা বেশি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ইতিমধ্যে দুটি ইয়াসিন ট্রফি এবং ২০২২ সালে ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। তাতেই মার্টিনেজ যে প্রিমিয়ার লিগ ছেড়ে তুলনামূলক নিম্ন সারির কোনো লিগে যোগ দেবেন না সেই যুক্তিই দেখানো হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে খেলার প্রস্তুতি হিসেবে বড় প্রতিযোগিতায় থাকা উপযুক্ত মার্টিনেজের জন্য।









