চ্যাম্পিয়ন্স লিগে কোর্টার ফাইনালে জার্মান বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইতালির সিরি আ’র ইন্টার মিলান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জরিমানার খবর শুনতে হল মিলান অধিনায়ক লৌতারো মার্টিনেজকে। সিরি আ লিগে ম্যাচের পর ‘ধর্মীয় অবমাননাকর’ শব্দ উচ্চারণ করায় তাকে ৫ হাজার ইউরো জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
জরিমানার অঙ্কের চেয়ে যে কারণে জরিমানা গুনতে হচ্ছে সেটিই এখন বেশি আলোচনায়, যা মার্টিনেজের জন্যও বিব্রতকর। বিবৃতিতে বলা হয়েছে, মার্টিনেজ দুবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশনে স্পষ্টভাবে শোনা গেছে। যদিও কোন শব্দ উচ্চারণের কারণে মার্টিনেজকে শাস্তি পেতে হল সেটি জানানো হয়নি বিবৃতিতে।
ইতালির ফেডারেল প্রসিকিউটরের অফিস গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর মার্টিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে। প্রেক্ষিতে আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপজয়ী তারকাকে জরিমানা করা হল।








