বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লৌতারো মার্টিনেজের সাথে পাঁচ বছরের চুক্তি বাড়িয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। সিরি আ চ্যাম্পিয়নরা মার্টিনেজের সাথে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি সেরেছে, বিবৃতিতে জানিয়েছে।
ইন্টার মিলানের চুক্তির বিষয়ে মার্টিনেজ জানিয়েছে, ‘এই চুক্তির মানে অনেককিছু, আমি গর্বিত এবং কৃতজ্ঞ। ছয় বছর এখানে থাকা আমার এবং আমার পরিবারের জন্য অনেককিছু। আমি সত্যিই খুশি এবং সত্যিই আবারও জেতার জন্য লড়াই করতে চাই।’
‘এখানে অনেক গোল করতে পারা আমাকে অনেক আনন্দ দেয়। কিন্তু এখানে এই জার্সিতে আরও অনেক গোল করতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা অনেককিছু জিতেছি এবং দ্বিতীয় তারকা (২০তম স্কুডেট্টু) আমাকে আনন্দ দিয়েছে, কারণ আমরা ইতিহাস লিখেছি।’
২০২২ কাতার বিশ্বকাপজয়ী মার্টিনেজ ২০১৮ সালে আর্জেন্টিাইন ক্লাব রেসিং থেকে ইতালির ইন্টার মিলানে যোগ দেন। ক্লাবটির হয়ে ২৮২ ম্যাচে ১২৯ গোল করেছেন। সম্প্রতি আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে অগ্রণী ভূমিকা রেখে ফর্মের তুঙ্গে থাকার প্রমাণ দেন। তারপর এলো ক্লাবে দীর্ঘসময় চুক্তি বাড়ার সুখবরও।








