মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে গত ২৬ ডিসেম্বর গোল্ড কোস্টের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেমিয়েন মার্টিন। এরপর থেকেই কোমায় চলে গিয়েছিলেন এ কিংবদন্তি। রোববার সে অবস্থা থেকে জ্ঞান ফেরার কথা জানিয়েছিল মার্টিনের সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট। এবার গিলক্রিস্ট জানালেন কিংবদন্তি মার্টিনকে হাসপাতাল থেকে দেয়া হয়েছে ছাড়পত্র, বাড়ি নেয়া হয়েছে তাকে।
মেনিনজাইটিস (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে দুবারের বিশ্বকাপজয়ী ডেমিয়েন। স্থানীয় সংবাদমাধ্যমে খবর, ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিমভাবে কোমায় রাখা হয় ৫৪ বর্ষী মার্টিনকে। বক্সিং ডেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাকে গোল্ডকোস্ট থেকে ব্রিসবেনে নেয়া হয়। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট খেলা মার্টিন গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে কৃত্রিম কোমায় রাখেন।
তার ছাড় পাওয়ার বিষয় গিলক্রিস্ট বলেছেন, ‘চমৎকার খবর হল, সে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পুরোপুরি সুস্থ হতে এখনও কিছুটা পথ বাকি, কিন্তু সে বাড়ি ফিরেছেন। এটা সত্যিই দারুণ। তার পরিবারের সবাই সমর্থন ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
আরেক সতীর্থ মার্ক ওয়াহ বলেছেন, ‘এটা প্রায় অলৌকিকই বলা যায়। আইসিইউতে থাকার সময় ওর অবস্থা খুবই খারাপ দেখাচ্ছিল, তাই না?’
ওয়াহের জবাবে গিলক্রিস্ট চিকিৎসাকর্মীদের প্রশংসা করেন। তিনি বলেছেন, ‘চিকিৎসকদের কাছ থেকে শোনা গেছে, অ্যাম্বুলেন্স কর্মকর্তারা শুরুতেই যেভাবে চিকিৎসা দিয়েছেন, তা নিখুঁত ছিল। এতেই সংক্রমণটা শুরুতেই নিয়ন্ত্রণে আসে।
এখনও তার সামনে কিছুটা পথ বাকি, অবস্থা ছিল চরম, কিন্তু খবরটা দারুণ।’









