জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘ইনডিউসড কোমা’য় ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিন। গুরুতর অবস্থা থেকে উন্নতির খবর এলো, জ্ঞান ফিরেছে তার। অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানাচ্ছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অজি তারকা।
মেনিনজাইটিস (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুটি বিশ্বকাপজয়ী সাবেক ব্যাটার। স্থানীয় সংবাদমাধ্যমে খবর, ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছে ৫৪ বছর বয়সী মার্টিনকে। বক্সিং ডেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাকে গোল্ডকোস্ট থেকে ব্রিসবেনে নিয়ে যাওয়া হয়।
রোববার মার্টিনের সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, মার্টিনের আরোগ্যলাভ দ্রুততর হয়েছে এবং তার পরিবার এটিকে ‘অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন। গিলক্রিস্ট বলেছেন, ‘তিনি এখন কথা বলতে পারছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’
‘কোমা থেকে ফিরে তিনি বেশ ভালো সাড়া দিচ্ছেন, যেটাকে তার পরিবার অলৌকিক ঘটনা হিসেবে দেখছে। বিষয়টি এতটাই ইতিবাচক যে, তারা আশাবাদী তিনি আইসিইউ থেকে স্থানান্তরিত হতে পারবেন। মার্টিন দুর্দান্তভাবে ভালো হচ্ছেন এবং অবস্থা আগের থেকে দ্রুত পরিবর্তিত হয়েছে।’
‘মার্টিনের পরিবারের পক্ষ থেকে স্ত্রী অ্যামান্ডা, ড্যামিয়েনের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।’ জানান গিলক্রিস্ট।
১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মার্টিন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ ও ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। জাতীয় দল জার্সিতে ৬৭ টেস্টে ৪,৪০৬ রান করেছেন। রয়েছে ১৩ সেঞ্চুরি ও ২৪ ফিফটি। ২০৮ ওয়ানডেতে করেছেন ৫,৩৪৬ রান। এই সংস্করণে ৫ সেঞ্চুরির পাশাপাশি আছে ৩৭ ফিফটি। ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা মার্টিন এ সংস্করণে ৪ ম্যাচে ১২০ রান করেছেন। যার মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ৯৬ রানের ইনিংস।









