বিয়ে করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় ৯টায় কুইন্সে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মাসখানেক পরে সস্ত্রীক দেশে ফেরার কথা আছে অমিতাভ রেজার।
অমিতাভ রেজার স্ত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন তিনি।
অমিতাভ রেজা চৌধুরী এবং মুশফিকা মাসুদের বিয়ে সম্পন্নের পর তাদের ফোনে প্রথম শুভকামনা জানান নারী উদ্যোক্তা কনা রেজা এবং জনপ্রিয় অভিনেতা শহিদুল আলম সাচ্চু।
এদিকে, অমিতাভ রেজার স্ত্রী সম্পর্কে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন তিনি।
এর আগে গত মাসে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ। সে থেকে তাদের প্রেম জল্পনা উঠলেও খুব একটা আলোচনায় আসেনি। তবে পোস্টটি প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনের অনেকে তাদের শুভকামনা জানান।









