শিলং থেকে: আর ঘণ্টা কয়েকের অপেক্ষা। এএফসি কাপের বাছাইপর্বে মুখোমুখি হবে প্রতিবেশী বাংলাদেশ-ভারত। শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ-ভারত লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে দুই স্পেনিয়ার্ড কোচের লড়াইও। দেখা যাবে ভারতের কোচ মানোলো মার্কুয়েজ ও লাল-সবুজদের কোচ হাভিয়ের ক্যাবরেরার ট্যাকটিসের লড়াই। ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী দুদলের কোচই।
ক্যাবরেরার অধীনে বাংলাদেশ এপর্যন্ত খেলেছে ২৯ ম্যাচ। এর মধ্যে জিতেছে ৮টিতে, ড্র করেছে ৬ ম্যাচে, বাকি ১৫টিতে তিনি হারের মুখ দেখেছেন।
তবে হামজাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত দল। ভারতের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে কোচ ক্যাবরেরা বলেছেন, ‘আমি মনে করি, এটা খুবই রোমাঞ্চকর ম্যাচ হবে। আমরা ভীষণ অনুপ্রাণিত। ইতিমধ্যে ২৪ দিন এই ম্যাচের জন্য কঠোর অনুশীলন এবং পরিশ্রম করেছি, যেটা লম্বা সময়। ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আশা করি, ভারতের জন্য সবকিছু কঠিন করে তুলতে পারবো আমরা।’
অন্যদিকে সুনীল ছেত্রী অবসরের পর মার্কুয়েজ বিশ্বকাপ বাছাইয়ে কোনো ম্যাচে ভারতকে জেতাতে পারেননি। ১৯ মার্চ সুনীল অবসর ভেঙে ফেরার পর মালদ্বীপকে হারিয়েছে তার দল। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মানভীর, ছাংতে, ব্রেন্ডন নেই।
তবে বাংলাদেশের রয়েছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী। বাংলাদেশকে হারানোর জন্য মার্কুয়েজের উপর বাড়তি চাপ থাকলেও সংবাদ সম্মেলনে খানিকটা কৌশলী তিনি। বলেছেন, ‘আমাদেরও এগারো জন নামবে, বাংলাদেশেরও এগারো জন। যদি আমরা ভালো খেলি, তাহলে জিতব। ভালো না খেললে আমাদের জয়ের সুযোগ কম।’
মার্কুয়েজের অধীনে অবশ্য ভারত খুব বেশি ম্যাচ খেলেনি। ৫ ম্যাচের মধ্যে এক জয় ও ৩টি ড্র করেছে। বাকি দুটিতে ভারত দেখেছে হারের মুখ।









