দীর্ঘ ১০ বছর পর এশিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতেছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষেই ২০১৪ সালে জিতেছিল প্রোটিয়ারা। জয়ে অধিনায়ক এইডেন মার্করাম দারুণ খুশি। জয় তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চারে তুলে এনেছে। অধিনায়ক বলছেন, টসে হারাটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে মার্করাম বলেছেন, ‘কৃতিত্ব বাংলাদেশকেও দিতে হবে, তারা ভালো ব্যাট করেছে এবং ভালো সংগ্রহ দাঁড় করিয়েছিল। এটা সত্যিই ভালো একটি টস হার, আমরা ভালো ব্যাটও করেছিলাম। বোলাররাও ভালো বল করেছে। আমাদের কাজটি সহজ করে দিয়েছে।’
‘যখন এমন লিড পাবেন, সেখান থেকে ফিরে আসা প্রতিপক্ষের জন্য কঠিন বটে। আমার মনে হয় উপমহাদেশে এমন ঘটে, ক্রমাগত উইকেট হারাতে থাকবেন। বাংলাদেশও ভালো বল করেছে। প্রথম ইনিংসে কিছু জিনিস আমাদের জন্য ভালো হয়েছে এবং দ্বিতীয় ইনিংসেও।’
কাগিসো রাবাদাকে কৃতিত্ব দিয়ে মার্করাম বলেছেন, ‘এটা বেশ আনন্দদায়ক, কাগিসো রাবাদা এই কাজটি অনেকদিন যাবত করে আসছে আমাদের জন্য। কাইল ভেরেইন্নে যে সময়ে ক্রিজে এসেছিলেন এবং ব্যাট করেছিলেন সেটা বিশাল কিছু। ভেরেইন্নের জন্য শতক বিশেষ কিছু ছিল এবং উপমহাদেশে সে ভালো ব্যাট করেছে।’
সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৯ অক্টোবর। খেলা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।









