ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো অ্যাঙ্গুলো ২২ বছর বয়সে মারা গেছেন। একমাস আগে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ক্লাব লিগা দেপোর্তিভা ইউনিভার্সিটিরিয়া এ তথ্য জানিয়েছে।
লিগা দেপোর্তিভা ইউনিভার্সিটিরিয়া ইকুয়েডরের প্রথমসারির পেশাদার লিগের টেবিলের শীর্ষ দল। ক্লাবটির মিডফিল্ডার হিসেবে খেলছিলেন মার্কো। গত ৭ অক্টোবর ইকুয়েডরের সাউথে রাজধানী কুইটোতে দুর্ঘটনাটি ঘটে। দেশটির সাংবাদমাধ্যম জানিয়েছিল, ঘটনার পর বেশকিছু অপারেশন হয়েছে তার এবং সপ্তাহখানেক নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ছিলেন।
এলডিকিউ বিবৃতিতে জানিয়েছে, ‘গভীর শোক ও দুঃখের সাথে জানাতে চাই, আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো অ্যাঙ্গুলো মারা গেছেন। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা। তার চলে যাওয়া একটি অপূরণীয় ক্ষতি, যা আমাদের হৃদয়ে অমলিন চিহ্ন রেখে যাবে।’
ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে, ‘ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন মার্কো অ্যাঙ্গুলোর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে। মার্কো শুধু একজন অসামান্য খেলোয়াড়ই ছিলেন না, একজন দুর্দান্ত সতীর্থও ছিলেন। তিনি আমাদের হৃদয়ে গভীর দুঃখ রেখে গেছেন, বিশেষ করে আমরা যারা তার সাথে অগণিত ভ্রমণ, অনুশীলন এবং ম্যাচ খেলতে গিয়েছিলাম।’









