ঘরের মাঠে চোখধাঁধানো এক গোলে পেরুর বিপক্ষে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন লৌতারো মার্টিনেজ। দুর্দান্ত গোলটি করে স্বদেশি প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়েছেন ইন্টার মিলান তারকা। আর্জেন্টিনার হয়ে দুজনের গোলসংখ্যা এখন সমান।
২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইয়ে স্তাদিও এন মনুমেন্টালে বুধবার ম্যাচের ৫৫ মিনিটে বাঁ-দিক থেকে লিওনেল মেসির বাতাসে ভাসানো বল শূন্যে ভেসে দুর্দান্ত শটে জালে পাঠান মার্টিনেজ। আলবিসেলেস্তেদের জয়সূচক গোলটি তার জাতীয় দল জার্সিতে ৩২তম। যা দিয়ে নাম লেখালেন ম্যারাডোনার পাশে, বিশ্বজয়ী কিংবদন্তির গোল সংখ্যাও ৩২টি। মার্টিনেজ এসেছেন দেশের সেরা পাঁচ স্কোরারের তালিকাতেও।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড লিওনেল মেসির। বিশ্বজয়ীদের জার্সিতে তিনি করেছেন ১১২ গোল। ৫৪ গোল করে দুইয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ৪২ গোলে তিনে সার্জিও আগুয়েরো। চারে হার্নান ক্রেসপো, ৩৫ গোলে। পাঁচে ম্যারাডোনার পাশে আছেন মার্টিনেজও। ৩১ গোলে গঞ্জালো হিগুয়েন সাতে এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে জাতীয় দলকে বিদায় বলা অ্যাঙ্গেল ডি মারিয়া ৩০ গোলে আছেন আট নম্বরে।









