উয়েফা নেশনস লিগে স্লোভেনিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে নরওয়ে। স্লোভেনিয়ার লুব্লজানায় বিরতির আগে গোল করেন আর্লিং হালান্ড। জাতীয় দলের হয়ে তার ৩৫তম গোল। যা দিয়ে ছাড়িয়ে গেছেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।
ম্যারাডোনা জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচ খেলেছেন। বিশ্বকাপসহ সব ম্যাচ মিলে করেছেন ৩৪ গোল। হালান্ডের এতদিন ছিল ম্যারাডোনার সমান ৩৪ গোল। গতরাতে ম্যারাডোনাকে গোলে টপকে যেতে তার লাগল মাত্র ৩৮ ম্যাচ।
কদিন আগেই আরেকটি রেকর্ড গড়েছেন ২৪ বর্ষী হালান্ড। স্বদেশি ফরোয়ার্ড জর্জেন জুভের রেকর্ড ভেঙেছেন। আগের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে দুই গোল করে জুভের ৩৩ গোল ছাড়িয়েছিলেন। জুভকে ছাড়িয়ে হয়েছেন নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
নরওয়ের জয়ের রাতে গোল পেয়েছেন অ্যান্টিনিও নুসা, তিনি করেছেন দুই গোল। জেনস পিটার হেগ করেছেন আরেকটি গোল। জয়ে নেশনস লিগে নিজেদের গ্রুপের দুইয়ে উঠে এসেছে নরওয়ে।









