প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে রাতেও রাজধানীতে ভারী বর্ষণ হয়েছে। সেই সাথে ছিল দমকা হাওয়া। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ঝড়ে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছপালা।
মঙ্গলবার ২৮ মে সকালেও থেমে নেই বৃষ্টি ও দমকা হওয়া। এর আগে সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন এলাকায় মূল সড়ক পেরিয়ে অলিগলিতেও পানি ঢুকে পড়েছে। সারাদিনই রাজধানীতে ছিল দমকা হাওয়া আর বৃষ্টি।
ভারী বর্ষণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। দিনের মতোই রাতভর ছিলো বৃষ্টি। সেই সাথে দমকা হাওয়া।
গতকাল সকালের মাঝারি বৃষ্টিতেই মিরপুরের কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত তৈরি হয় জলাবদ্ধতা। ময়লা আবর্জনায় আটকে থাকা ড্রেনগুলো পরিষ্কার করতে নামে উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
বৃষ্টির পানিতে প্রায় অচল ছিলো মিরপুর দশ নম্বর, ১১ নম্বর, ইব্রাহীমপুরসহ আশপাশের এলাকা। এদিকে বিকেলে পান্থপথ এলাকার রাস্তায় গাছ পড়ে আটকে যায় সড়ক।

রাজধানীর বাড্ডা, গ্রিনরোড, নিউমার্কেট, ধানমন্ডি ২৭, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর ১০, ১৩ ও ১৪ নম্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়ক, বারিধারা কিছু রাস্তা এবং এসব সড়কের আশপাশের অলি-গলিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
রাজধানীর বিভিন্ন জায়গায় অল্প কিছু গাছ উপড়ে পড়তে দেখা গেছে। এর মধ্যে বিকেলে পান্থপথে গাছ উপড়ে বন্ধ থাকে রাস্তা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাতে রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম।









