ইউএসএ ট্যারিফ নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। ট্রাম্পের ২০% ট্যারিফে ইউএসএ ও বাংলাদেশ দু’পক্ষের জন্য এখন উইন উইন সিচুয়েশন। ভবিষ্যতে ইউএসএর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক সেমিনারে তিনি একথা বলেন।
শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে না পারলে অর্থনীতির আকার বাড়বে না। অর্থনীতির যে জায়গায় যেতে চাচ্ছি সে জায়গায় পৌঁছাতে হলে চট্টগ্রাম বন্দর এফিসিয়েন্ট করে তুলতে হবে।
তিনি আরও বলেন, বন্দরের উন্নতি হলে বিদেশী বিনিয়োগ আটকে রাখা যাবেনা। এফডিআই বাড়াতে হলে চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়াতে হবে।
৫ আগষ্টের আগে যে পরিস্থিতিতে ছিল, সে তুলনায় বাংলাদেশী সমাজ সোশ্যাল হারমনির দিক দিয়ে এখনো স্থিতাবস্থায় আছে। সরকার ভালো কাজ করে যাচ্ছে বলে জানান শফিকুল ইসলাম।









