ইসরায়েলের একাধিক হামলায় গাজায় একদিনে একই পরিবারের ১১ জনসহ কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) এসব হামলায় নিহতদের মধ্যে ৭ জনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজার শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন। এ বাড়ির ৭ শিশুসহ ১১ বাসিন্দা নিহত হয়েছেন।
অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে ইসরায়েলের হামলায় মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা ৫ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও গাজার বিভিন্ন এলাকায় আরও ১০ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজায় ১৩৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ৪৫ হাজার ৭১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।









