মুন্সিগঞ্জের শ্রীনগরের কয়কীত্তন এলাকায় পিছনে দু’হাত বাঁধা অবস্থায় রফিক (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার দু’হাত প্লাস্টিকের মোটা রশি দিয়ে বাঁধা ছিল।
খবর পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, তাকে হত্যা করে দু’হাত পিছনের দিকে নিয়ে বেঁধে আম গাছের ডালে ঝুলিয়ে রাখে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে পাশের বাড়িতে কিছু লোকজনের আনাগোনার শব্দ পেয়ে রফিক শেখ (৫৫) ঘর থেকে বের হন। একই বাড়ির পাশের বিল্ডিংয়ের মালিক ঢাকার ব্যবসায়ী রানা মিয়ার বাড়ির কেয়ারটেকার তিনি। ঘর থেকে বের হওয়ার দেড় দু’ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও তিনি ফিরে না আসায় তার মেয়ে আসমা তাকে খুঁজতে বের হন।
নিহতের ছেলে হাবিব বলেন, কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বিল্ডিংয়ের পাশে ছাদে উঠার জায়গায় নিচে মই দেখতে পান। সন্দেহ হওয়ায় মই দিয়ে উপরে ছাদে ওঠে দেখতে পান আমগাছের সঙ্গে তার বাবা ঝুলছে। এ অবস্থায় মেয়ের আত্মচিৎকারে তার দুই ভাই হাবিব ও শামীমসহ বাড়ির অন্যরা ছুটে এসে গাছ থেকে তার বাবাকে নামিয়ে আনেন। তখন তিনি আর বেঁচে নেই।









